প্রকাশিত: Sat, Jun 1, 2024 11:30 AM
আপডেট: Fri, May 9, 2025 6:57 PM

[১]ফৌজদারী অপরাধে দোষী সাব্যস্ত হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

সালেহ্ বিপ্লব: [২] ব্যবসায়িক নথিপত্রে তথ্য গোপন করার অভিযোগে করা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মামলায় আনা ৩৪টি অভিযোগের সব কটিতেই তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। বৃহস্পতিবার নিউইয়র্কের একটি আদালত এ রায় ঘোষণা করেন। বিবিসি

[৩] এই প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সাবেক বা বর্তমান প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হলেন। 

[৪] রায়ে ট্রাম্পের কারাদণ্ড হতে পারে। তবে আইনজ্ঞদের ধারণা, জরিমানা করার সম্ভাবনাই বেশি।

[৫] রায় ঘোষণার পর আদালত কক্ষ থেকে বের হয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, এটা আমার জন্য মর্যাদাহানিকর। আমি ন্যায়বিচার পাইনি। আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাবো। 

[৬] এই মামলায় ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০০৬ সালে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে তার যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে স্টর্মিকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়া হয়। এ অর্থ দেওয়া হয়েছিলো ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেনের মাধ্যমে। আর এই লেনদেনের তথ্য ব্যবসায়িক নথিপত্রে গোপন করা হয়েছিল। অবশ্য ট্রাম্প বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছেন। 

[৭] এই মামলা ছাড়াও আরো দুটি মামলা আছে ট্রাম্পের বিরুদ্ধে। ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফল বদলে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা চলছে। প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষের পর হোয়াইট হাউস থেকে সরকারি গোপন নথিপত্র সঙ্গে নিয়ে যাওয়ার অভিযোগে আরও একটি মামলা রয়েছে ৭৭ বছর বয়সী ট্রাম্পের বিরুদ্ধে। 

[৮] এমন এক সময় মামলাটির রায় ঘোষণা করা হলো, আর কয়েক মাস বাদেই যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে অংশ নিয়ে আবারও হোয়াইট হাউসে যেতে চান ডোনাল্ড ট্রাম্প। তবে তার জন্য এটাই স্বস্তি,  রায়ের কারণে নির্বাচনী প্রচার-প্রচারণায় কোনো বাধা আসবে না।

[৯] ট্রাম্পের আইনজীবীরা আগেই বলেছেন, নির্বাচনকে সামনে রেখেই এই মামলার মাধ্যমে ট্রাম্পকে ঘায়েল করার চেষ্টা করা হচ্ছে। সম্পাদনা: ইকবাল খান